রাজগঞ্জ,২৩ জুনঃ আগামী ৭ জুলাই ও ২১ জুলাইকে নিয়ে ফুলবাড়িতে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের তরফে আলোচনা সভার আয়োজন।বৃহস্পতিবার ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এই বৈঠক করা হয়।এদিনের বৈঠকে আগামী ৭ জুলাই জেলা পরিষদের সভাকক্ষে সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির সম্মেলন ও আগামী ২১ জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের ‘একুশে জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের সহ-সভাধিপতি দুলাল দেবনাথ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশীষ প্রামাণিক,ডাবগ্রাম ফুলবাড়ি ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দিলীপ রায়, ফুলবাড়ি ২ নম্বর অঞ্চল সভাপতি রবিউল করিম সহ অন্যান্যরা।