‘মেরো অনীত’এর সুরে ‘আমার দিদি, তোমার দিদি’ গান- মুখ্যমন্ত্রীকে উপহার অনীত থাপার

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ দার্জিলিং এসে মুখ্যমন্ত্রী শুনেছিলেন অনীত থাপার গান। অনুরোধ করেছিলেন তাঁর জন্যও বাংলায় ওই সুরেই একটি গান তৈরি করে দিতে।একই সুরে গান তৈরি করে মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন জিটিএ চিফ একজিকিউটিভ অনীত থাপা।


জিটিএ নির্বাচনের আগে পাহাড় জুড়ে বেজেছিল  ‘মেরো অনীত, তিমরো অনীত, হামরো অনীত’ গানটি৷ সম্প্রতি দার্জিলিং সফরে এসে কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে গানটি শোনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় অনীত থাপাকে বাংলায় একই সুরে একটি গান বানিয়ে দেওয়ার জন্য বলেন। ইতিমধ্যেই সেই গানটি তৈরি হয়েছে।

এই বিষয়ে অনীত থাপা জানান, মুখ্যমন্ত্রী পাহাড়ে এসে আমাদের গানটি শুনেছিলেন৷তার ভাল লেগেছিল৷তখন তিনি ভাল করে একটি গান বানানোর কথা বলেছিলেন৷বাংলায় একটি গান বানানোও হয়েছে। সবাই শুনছে গানটি৷ খুব ভাল লাগছে৷


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *