অ্যাম্বুলেন্সে মাদক পাচারের কারবার, অভিযানে গ্রেফতার ২

শিলিগুড়ি, ১৮ মার্চঃ অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে পাচার করা হচ্ছিল মাদক।দীর্ঘদিন ধরেই চলছিল এই কারবার।তদন্তে নেমে শুক্রবার যৌথভাবে অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্স চালক সহ দুজনকে গ্রেফতার করলো এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।উদ্ধার প্রচুর পরিমাণে নেশার ইঞ্জেকশন।ধৃতদের নাম অমিত সরকার এবং জগদীশ বর্মন।অমিত জলপাইমোড় এবং জগদীশ মাথাভাঙার বাসিন্দা।জগদীশ হায়দারপাড়ায় ভাড়া বাড়িতে থাকে।


জানা গিয়েছে, জগদীশ বর্মন অ্যাম্বুলেন্স চালক।অ্যাম্বুলেন্স চালানোর আড়ালে মাদক নিয়ে এসে শিলিগুড়িতে তাঁর বন্ধু অমিতের সহায়তায় তা বিক্রি করতো।অ্যাম্বুলেন্স নিয়েই মাদক ডেলিভারি করতো সে।শুক্রবার রাতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের সামনে অমিতকে নেশার ইঞ্জেকশন দেওয়ার কথা ছিল তাঁর।এই খবর পেয়েই অভিযান চালায় এসওজি এবং ভক্তিনগর থানার পুলিশ।প্রচুর পরিমাণে নেশার ইঞ্জেকশন সহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, বেশকিছুদিন ধরে জগদীশকে ধরার চেষ্টা করছিল এসওজি।গত একমাস আগে বিহার পুলিশ পশ্চিমবঙ্গ নম্বরের একটি অ্যাম্বুলেন্সে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।তদন্তে জানা যায় সেই অ্যাম্বুলেন্স শিলিগুড়ি থেকে বিহারে পৌঁছেছিল।এই খবর পেয়েই তদন্তে নামে এসওজি।অবশেষে গতকাল রাতে অভিযান চালিয়ে দুজনকে  গ্রেফতার করা হয়।  


ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টের মামলা দায়ের করে আজ তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *