যে সকল অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত বা করোনায় সন্দেহভাজন রোগীদের নিয়ে হাসপাতালে যাচ্ছে ও করোনা সংক্রান্ত কাজে ব্যবহৃত হচ্ছে সেই অ্যাম্বুলেন্সে বিনামূল্যে পেট্রোলের ব্যবস্থা করল কেএস গ্রুপ।
বিভিন্ন জেলায় কে এস গ্রুপের যে সমস্ত পেট্রোল পাম্প রয়েছে সেই পাম্পগুলিতে এই পরিষেবা চালু থাকবে।সমস্ত জেলাতেই কে এস গ্রুপ এই পরিষেবা চালু রাখবে।
কেএস গ্রুপের কর্ণধার কাজল সরকার জানান, শিলিগুড়িতে শিবমন্দির, জংশন সহ বেশকিছু জায়গায় তাদের পেট্রোলপাম্প রয়েছে, এই পেট্রোলপাম্পগুলিতেও পরিষেবা চালু রয়েছে। পাশাপাশি দিনজুরদের জন্য মজুত রয়েছে বেশকিছু খাদ্যদ্রব্য। সেখান থেকে তারা লকডাউনের সময়কালে বিনামূল্যে তা সংগ্রহ করতে পারবে এছাড়াও যাদের জরুরীকালীন খাদ্যদ্রব্য নিতে হবে তারা পাম্পগুলি থেকে তা কিনতে পারবেন।
Salute K S Group, salute Kajolda.