বাগডোগরা বিমানবন্দরে শুরু হল এম্বুলিফট পরিষেবা

শিলিগুড়ি, ৮ এপ্রিলঃ বাগডোগরা বিমানবন্দরে অবশেষে চালু হল এম্বুলিফট  পরিষেবা।সামান্য খরচে এবার এম্বুলিফট পরিষেবার সুবিধা পাবেন রোগী ও বিশেষভাবে সক্ষম যাত্রীরা।


শুক্রবার থেকে বাগডোগরা বিমানবন্দরে এম্বুলিফট পরিষেবা শুরু করা হল।বিভিন্ন সময় শারীরিকভাবে প্রতিবন্ধী কিংবা অসুস্থ রোগীদের বিমানে নানা রাজ্যে ও দেশে যেতে হয়।সমস্যা হয়ে দাড়ায় তাঁদের বিমানে ওঠা।নতুন এই পরিষেবার মাধ্যমে হুইলচেয়ারে  কিংবা স্ট্রেচারে থাকা যাত্রীকে বিমানের কাছে এনে হাইড্রোলিক যন্ত্রের মাধ্যমে এম্বুলিফটে তোলা হবে।এরপর সেই এম্বুলিফটটি বিমানের দরজার সঙ্গে জুড়ে যাবে।তারপর সহজেই বিমানের ভেতরে নিয়ে যাওয়া যাবে যাত্রীকে।এম্বুলিফট পরিষেবা পেতে  যাত্রীদের খরচ করতে হবে ১০০  টাকা।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *