শিলিগুড়ি,১৫ ডিসেম্বরঃ ‘আমি বেঁচে থাকতে বেআইনি কাজ হতে দেব না’।বৃহস্পতিবার সাহুডাঙ্গি সংলগ্ন অধিকারপল্লীতে গিয়ে এমনটাই বললেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
ফুলবাড়িতে উত্তরকন্যা হওয়ার সময় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব সেখানকার বাসিন্দাদের সরিয়ে সাহুডাঙ্গি সংলগ্ন অধিকারপল্লীতে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করেন।এরপর থেকে সেখানেই বসবাস করছিলেন তারা।কিন্তু অভিযোগ, সম্প্রতি ওই এলাকার জমির ওপর নজর পড়েছে পুঁজিপতিদের।অধিকারপল্লী ঘেঁষে তৈরি হচ্ছে বড়-বড় কারখানা।এছাড়াও অভিযোগ,অধিকারপল্লী ও পার্শ্ববর্তী নদী দখলেরও চেষ্টা চলছে।পুঁজিপতিরা ঝোরা বন্ধ করে রেলের জমিও দখল করে ফেলেছে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার সেখানে যান গৌতম দেব।এলাকার বর্তমান পরিস্থিতি দেখে ক্ষুব্ধ তিনি।বলেন, এটা হতে দেওয়া যাবে না।আমরা বন্ধ করবই।ঝোরার পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত আইন উলঙ্ঘন করে কাজ করা হয়েছে। এটা কিছুতেই করতে দেওয়া যাবে না। আমি বেঁচে থাকতে করতে দেব না।