শিলিগুড়ি, ১২ অক্টম্বরঃ নতুন পেনশন স্কিম বাতিল, করোনা সময়কালে বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন।
বুধবার বিভিন্ন রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়ন এনজেপি শাখার পক্ষ থেকে অর্ধ দিবস অনশনে সামিল হলেন সমর্থকেরা।তাদের একাধিক দাবী তুলে ধরেন।
এই বিষয়ে সংগঠনের শাখা সম্পাদক সৌম্যদীপ কর্মকার জানান, শুধু পেনশন স্কিম বাতিল বা ডিএ নয় শ্রমিক বিরোধী সমস্ত কাজের বিরোধিতাতেই আমাদের এই আন্দোলন।আমাদের দাবি না মানা হলে আমরণ অনশনে যাওয়া হবে বলে জানান তিনি।