কোচবিহার, ১২ আগস্টঃ ‘অনুব্রত কি ডাঙ্গোয়াল যে গরু টানতে টানতে বাংলাদেশে গরুপাচার করেছে।বাংলাদেশ সীমান্ত রক্ষার দায়িত্ব বিএসএফের।তাই গরু পাচারের জন্য যদি কাউকে শাস্তি দিতে হয় তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মাথাদের শাস্তি দেওয়া উচিত।আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী যদি ৪২ দিনের জেল খাটা আসামি হয় তাহলে তো গরু পাচারের মতো ঘটনা ঘটবেই’।শুক্রবার কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
এদিন দুপুরে তিনি কোচবিহারের দলীয় কাজে আসেন।এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, একমাত্র রাজনৈতিক ষড়যন্ত্রের স্বার্থসিদ্ধি করতেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে।শুধু এই রাজ্যে নয় ভারতবর্ষের যেসব রাজ্যগুলিতে কেন্দ্রের বিজেপি বিরোধী সরকার রয়েছে সেখানে নানাভাবে জুলুম চালানো হয়।
মন্ত্রী উদয়ন গুহের মন্তব্যের পাল্টা কটাক্ষ করে বিজেপি। বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বলেন, উদয়নের মুখে এসব কথা মানায় না। কারন উনি বাম আমলের বীজ কেলেঙ্কারির নায়ক।