শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ আর্মি কর্নেল পরিচয় দিয়ে বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে চলছিল প্রতারণা।ব্যক্তিকে গ্রেফতার করল আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো।দার্জিলিং জেলা পুলিশের সুখিয়া পোখরি থানার সহযোগিতায় নেপালের পশুপতি বাজার সংলগ্ন এলাকা থেকে ভুয়ো কর্নেল মন বাহাদুর গুরুংকে গ্রেফতার করে আর্মি ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকেরা।
আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো সূত্রে জানা গিয়েছে, ভুয়ো কর্নেল মন বাহাদুর গুরুং মূলত নেপালের বাসিন্দা।যদিও বেশকিছুদিন ধরে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের সত্যজিৎ নগর এলাকায় ভাড়া বাড়িতে ছিল সে।শিলিগুড়িতে ভারতীয় সেনার উর্দি পড়ে ঘুরে বেড়াতো এবং আর্মি কর্নেল হিসেবে নিজেকে পরিচয় দিত ব্যক্তি।এরপর বেকার যুবকদের আর্মিতে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিত।এরপরই নেপালে গিয়ে গা ঢাকা দিত ব্যক্তি।এই ঘটনার খবর পেয়ে তদন্তে নেমে ভুয়ো কর্নেলকে গ্রেফতার করে আর্মি ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকেরা।ধৃতকে দার্জিলিং জেলা আদালতে পেশ করা হলে তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, বর্তমানে বেশিরভাগ বেকার যুবক চাকরি পাওয়ার আশায় প্রতারণার শিকার হচ্ছেন।এর মধ্যে ভারতীয় সেনাবাহিনী এবং এমইএস-এ চাকরি পাওয়ার নামে প্রতারণার শিকার হচ্ছে যুবরা।যদিও এবছর আর্মিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো।