শিলিগুড়ি, ৩০ জুলাইঃ আর্মিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা।চক্রের পর্দা ফাঁস করল স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট(ডিডি)।ঘটনায় গ্রেফতার ২ জন।ধৃতদের নাম সঞ্জয় কুমার(২৭) এবং অনুজ কুমার(২৯)।সঞ্জয় পাটনা এবং অনুজ জাহানাবাদ বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, সঞ্জয় এবং অনুজ উত্তরপ্রদেশের বাসিন্দা অমিত কুমারকে আর্মিতে চাকরি দেওয়ার কথা বলে এবং এর জন্য ৩ লক্ষ টাকা দিতে হবে বলে জানায়।আজ সেই টাকা নিতে শালবাড়ি এলাকায় পৌঁছায় সঞ্জয় এবং অনুজ।এই খবর পায় আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো।এরপর আর্মি ইন্টেলিজেন্স ব্যুরোর আধিকারিকেরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানায়।
এই খবর পেয়েই স্পেশাল অপারেশন গ্রুপ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্ট যৌথভাবে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।ধৃতদের হেফাজত থেকে আর্মির নিয়োগপত্র, ভুয়ো আই কার্ড এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে।ধৃতদের প্রধাননগর থানার হাতে তুলে দেওয়া হয়।
আজ দুজনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।