জানুয়ারির শেষে আরও একবার বঙ্গ সফরে অমিত শাহ

একুশের নির্বাচনের আগে বাংলায় শক্ত ভিত গড়তে বদ্ধপরিকর বিজেপি। জানুয়ারির শেষে আরও একবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


সূত্রের খবর, ৩০ শে জানুয়ারি মতুয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সমাবেশে থাকবেন অমিত শাহ। মতুয়া মহাসঙ্ঘের প্রধান তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর অনেক দিন ধরেই এই সভার জন্য আর্জি জানাচ্ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে। বহুদিন ধরেই বনগাঁর সাংসদ ও মতুয়া মহাসঙ্ঘের প্রধান শান্তনু ঠাকুর কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর্জি জানাচ্ছিলেন, সিএএ লাগু হলে মতুয়াদের নাগরিকত্ব যে নিশ্চিত হবে, তা যেন জানানো হয়। অমিত শাহ ৩০শে জানুয়ারি ঠাকুরনগরে হাজির থেকে মতুয়াদের নাগরিকত্বের ব্যাপারে আশ্বাস দিতে পারেন বলে মনে করা হচ্ছে। 

উল্লেখ্য,জানুয়ারির শুরুর দিকেই ফের বঙ্গ সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।বীরভূমে একটি রোড শো করার কথা রয়েছে তাঁর।এছাড়াও বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকও করবেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *