পাইপলাইন ফেটে যাওয়ায় আসছে না পানীয় জল, সমস্যায় রাজগঞ্জের বালাবাড়ি এলাকার বাসিন্দারা

রাজগঞ্জ, ২২ ফেব্রুয়ারিঃ প্রায় ১০ দিন ধরে পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন না রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের মধ্য বালাবাড়ি এলাকার বাসিন্দারা।সমস্যায় বেশকিছু পরিবার।


জানা গিয়েছে, এলাকায় বিদ্যুতের খুঁটি পোঁতার সময় ফেটে যায় পিএইচই এর পাইপলাইন। ফলে এলাকায় বন্ধ হয়ে যায় পরিশ্রুত পানীয় জল সরবরাহ।ঘটনার প্রায় ১০ দিন হয়ে গিয়েছে।এদিকে পরিশ্রুত জল না পেয়ে সমস্যায় রয়েছে বাসিন্দারা।

এদিন গ্রামের বাসিন্দারা জানান, বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে রাস্তার পাশ দিয়ে বিদ্যুতের খুঁটি পোঁতার কাজ চলছিল। সেইসময় জলের পাইপলাইন ভেঙে যায়।এরপরই পাইপ লাইন মেরামত করা হয়নি।ফলে চরম পানীয় জল সংকটের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে।বাড়ির কুয়ো বা নলকূপের জল আয়রনের জন্য খাওয়া যাচ্ছে না।অনেকে কয়েক কিলোমিটার দূর থেকে জল এনে খাচ্ছেন।এই পরিস্থিতিতে দ্রুত পাইপ মেরামতের দাবী জানান বাসিন্দারা।


অন্যদিকে এই বিষয়ে সন্ন্যাসীকাটা অঞ্চলের সভাপতি রওশন হাবিব জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি।গতকাল জানতে পেরেছি।খুব শীঘ্রই পাইপ মেরামত করে জল সরবরাহ করা হবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *