১৬ দফা দাবিতে বিক্ষোভ পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের

শিলিগুড়ি, ২৯ জুলাইঃ ১৬ দফা দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন।


জানা গিয়েছে, শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১৩২তম প্রয়ান দিবসে শ্রদ্ধার্ঘ জানিয়ে প্রতিবাদ সভা করেন আশাকর্মীরা।এরপর মিছিল করে শিলিগুড়ি মহকুমা পরিষদের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা।

এদিনের বিক্ষোভে সমতল ও পাহাড় থেকে প্রচুর আশা কর্মী সামিল হন।এদিন মোট ১৬ দফা দাবিতে বিক্ষোভ দেখান তারা।তাদের দাবি গুলো হল, প্রতিটি কাজের জন্য উপযুক্ত সময় ও উপযুক্ত পারিশ্রমিক প্রদান, সরকারি স্বীকৃতি, সাপ্তাহিক ছুটি সহ একাধিক দাবি।এদিন আশা কর্মীদের বিক্ষোভের জেরে মহকুমা পরিষদের কার্যালয়ের সামনে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।পরবর্তীতে ইউনিয়নের পাঁচ সদস্যদের একটি দল মহকুমা পরিষদে গিয়ে মুখ্য স্বাস্থ্য অধিকারিককে স্বারকলিপি তুলে দেয়।  


তাদের দাবি না মানা হলে আগামী ৩ অগাস্ট থেকে কর্মবিরতির ডাক দেওয়ার হুমকি দেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *