শিলিগুড়ি,৩০ আগস্টঃ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে আশিঘর মোড়ে দুর্ঘটনায় আহত হল এক ছাত্রী।মঙ্গলবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, এদিন আশিঘর মোড় এলাকায় একটি লরি ঘোরানো হচ্ছিল।সেই সময় রাস্তার ওপরে থাকা একাধিক ইলেকট্রিক ও কেবলের তার উচ্চতা কম থাকায় গাড়ির হুকে আটকে যায়।যে কারণে সেখানে থাকা ট্রাফিক সিগন্যালের দুটি ল্যাম্পপোস্ট ভেঙে মাটিতে পড়ে যায়।অন্য আরেকটি ল্যাম্পপোস্ট বেঁকে একাধিক তার ছিড়ে রাস্তায় পড়ে।ঠিক সেই সময় ওই এলাকা দিয়ে যাওয়া এক ছাত্রীর গায়ে পড়ে তারগুলি।ঘটনায় চোট পায় ছাত্রী।স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতাল পাঠানো হয়।ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আশিঘর ফাঁড়ির পুলিশ ও ট্রাফিক আধিকারিকেরা।
স্থানীয়রা জানান, রাস্তার ওপরে প্রচুর তার রয়েছে।কিছু কিছু তার খুব নিচে ঝুলে থাকার কারণে আজ এই দুর্ঘটনাটি ঘটল।আমাদের মনে হয় অবিলম্বে এই তারগুলোকে উঁচু করে বাধা উচিত।