দেশের বিভিন্ন প্রান্তের মেয়রদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সারলেন প্রশাসক অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি, ৬ জুনঃ দেশের বিভিন্ন প্রান্তের ৭ জন মেয়রের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সারলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।


জানা গিয়েছে, শনিবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ লোকাল সেল্ফ গর্ভমেন্টের ডিরেক্টর জেনারেল রাজীব আগরওয়ালের ব্যবস্থাপনায়  মেয়র ডায়ালগস নামে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।

শিলিগুড়ি পুরবোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ছাড়াও, গ্যাংটক, দূর্গাপুর, আহমেদাবাদ, গাজিয়াবাদ, কোচি, মুম্বাই, শ্রীনগরের মেয়র এই কনফারেন্সে যোগদান করেন। এদিনের ভিডিও কনফারেন্সে করোনা মোকাবিলায় নিজেদের ভূমিকা ও কর্মসূচী তুলে ধরা ধরেন মেয়ররা।  


বৈঠকের পর অশোক ভট্টাচার্য সাংবাদিকদের জানান,  আজকের আলোচনা সভায় বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হয়েছে।যার মধ্যে উল্লেখযোগ্য হল, বর্তমানে উন্নয়নের যুগে এধরনের বিপর্যয়ের সম্মুক্ষীন হতেই হবে। করোনা মোকাবিলায় একমাত্র উপায় হলো জন সচেতনতা। যা শুধুমাত্র নাগরিকেরাই করতে পারে। তাই নাগরিকদের সহায়তা ছাড়া কোনওমতে করোনাকে পরাস্থ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomcasibom girişcasibomcasibom girişCASİBOMCasibomholiganbet girişcasibom girişjojobetjojobet girişjojobet güncel girişCasibomcasibomjojobetcasibomcasibom güncel girişcasibomcasibom girişcasibom giriş