এসজেডিএ এর কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ অশোকের, চিঠি দিলেন চেয়ারম্যানকে

শিলিগুড়ি,২৫ আগস্টঃ ‘শিলিগুড়ি পুরনিগমকে উপেক্ষা করে কোনভাবেই কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এসজেডিএ’।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন প্রশাসক অশোক ভট্টাচার্য।এছাড়াও এসজেডিএ এর বেশকিছু কর্মকাণ্ডের বিরোধিতা করে চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মনকে চিঠি দিলেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।


উল্লেখ্য, বিগত কিছুদিন ধরে শিলিগুড়ির ঐতিহ্যবাহী বিধান মার্কেটের অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছে এসজেডিএ।শুধু তাই নয় অবৈধ নির্মাণ ভেঙে ফেলা নিয়ে বহুবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন মন্ত্রী থেকে এসজেডিএ চেয়ারম্যান।অন্যদিকে এসজেডিএর এমন কর্মকাণ্ডের বিরোধিতায় সরব হলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অশোক ভট্টাচার্য।

অশোক ভট্টাচার্য জানান,  এসজেডিএ বিধান মার্কেট এর সমস্যার সমাধান না করে আরও জটিলতা সৃষ্টি করছে।


তিনি আরও বলেন, বিধান মার্কেটের ভাড়া আদায় করে শিলিগুড়ি পুরনিগম।শুধু তাই নয় দেখভাল করার দায়িত্ব পুরনিগমের। তারপরেও শিলিগুড়ি পুরনিগমকে অন্ধকারে রেখে কেন এসজেডিএ এককভাবে কাজ করছে তা তিনি বুঝতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *