আশরফনগরে হামলার ঘটনা, ধৃত চার যুবককে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের 

শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ ভক্তিনগর থানার অন্তর্গত আশরফনগর এলাকার বাসিন্দা মহম্মদ অদন হুসেনের বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র এবং তলোয়ার নিয়ে হামলার ঘটনায় গ্রেফতার চার যুবক গুড্ডু ওরফে এমডি আশিক আলি, শুভজিৎ রায় ওরফে গোপাল, পেম্বা তামাং ও শুভম মাহাতোকে ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল শিলিগুড়ি আদালত। 
প্রসঙ্গত, গত ২৩ আগস্ট রাতে আশরফনগর এলাকার বাসিন্দা মহম্মদ অদন হুসেনের বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র এবং তলোয়ার দেখিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বেশকয়েকজন যুবকের বিরুদ্ধে।ঘটনার তদন্তে নেমে গত ৩১ আগস্ট অমরিন্দর সিং ওরফে হরমিতকে গ্রেফতার করে পুলিশ।যদিও পলাতক ছিল বাকি অভিযুক্তরা।এরপর ঘটনার তদন্তে নামে ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।গত ২ সেপ্টেম্বর গুরুগ্রাম থেকে বাকি চারজনকে গ্রেফতার করে পুলিশ।শুক্রবার ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে শিলিগুড়ি পৌছায় পুলিশ।
শনিবার ধৃত ৪ যুবককে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *