শিলিগুড়ি, ২৫ সেপ্টেম্বরঃ শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকায় এশিয়ান হাইওয়েতে উদ্ধার হল কচ্ছপ।
জানা গিয়েছে, রবিবার রাতে শিবমন্দিরের সারদা পল্লীর বাসিন্দা মৌসুমী বর্মন বাড়ি ফেরার সময় এশিয়ান হাইওয়ের ওপর কচ্ছপটিকে দেখতে পান।এরপর কচ্ছপটিকে বাড়িতে নিয়ে আসেন তিনি।
সোমবার কচ্ছপটিকে বাগডোগরা ফরেস্ট রেঞ্জ অফিসে তুলে দেওয়া হয়েছে।