শিলিগুড়ি, ১৩ ডিসেম্বরঃ এটিএম এর বাইরে মানুষকে সহায়তার নাম করে প্রতারণা।এই চক্রের চার সদস্যকে গ্রেফতার করলো স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)।ধৃতদের নাম গোপাল কুমার(৩২), রিচু কুমার(২৪), চন্দন কুমার (১৮) এবং ধনঞ্জয় কুমার(২৮)।ধৃতরা বিহারের বাসিন্দা।
জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাসে বাগডোগরা থানা অন্তর্গত এলাকায় এক ব্যক্তিকে এটিএম এ সহায়তার নাম করে তার ১ লক্ষ ৯২ হাজার টাকা প্রতারণা করা হয়।ঘটনার পর বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করেন ব্যক্তি।এরপরই তদন্তে নামে পুলিশ।তদন্তে পুলিশ জানতে পারে বিহারের একটি গ্যাং রয়েছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।এরপর সেই গ্যাংটিকে ধরতে বাগডোগরা পুলিশের একটি দল বিহারেও অভিযান চালায়, কিন্তু গ্যাংটিকে ধরতে পারেনি।
অবশেষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি)এই চক্রটিকে ধরে ফেলে।এনজেপি থানা অন্তর্গত এলাকায় একটি বিহার নম্বরের গাড়ি থেকে ওই গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করে এসওজি।
এই নিয়ে আজ মাটিগাড়া থানায় সাংবাদিক সম্মেলন করে এসিপি শুভেন্দ্র কুমার।তিনি বলেন, বাগডোগরা থানা অন্তর্গত এলাকায় এক ব্যক্তিকে এটিএম এ সহায়তার নাম করে তার লক্ষাধিক টাকার প্রতারণা করা হয়।অভিযোগের পর থেকেই তদন্ত চলছিল।চক্রের চার সদস্যকে এনজেপি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।আগামীকাল ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করে রিমান্ডের আবেদন করা হবে।