অবৈধ নির্মানের বিরুদ্ধে পুরনিগমের অভিযানে ভাঙা হয়নি তৃণমূলের পার্টি অফিস, অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির

শিলিগুড়ি, ১৭ মার্চঃ শহরজুড়ে অবৈধ নির্মানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম।গত দুদিন আগেই শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস এলাকায় ভেঙে দেওয়া হয়েছে প্রায় ৫০টি দোকান।তবে সেই রাস্তায় রয়েছে তৃণমূলের পার্টি অফিস তা ভেঙে ফেলা হয়নি।এই অভিযোগ তুলে আজ রাস্তায় নামলো বিজেপি।


বিজেপির অভিযোগ, ইস্টার্ন বাইপাসে রাস্তার ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে কিন্তু তা ভেঙে দেওয়া হয়নি।এই ইস্যুকে হাতিয়ার করে আজ রাস্তায় নামে বিজেপি।এদিন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূলের পার্টি অফিস ভেঙে ফেলার দাবিতে ভক্তিনগর থানা ঘেরাও করে থানার আধিকারিককে স্মারকলিপি প্রদান করে।    

এই বিষয়ে বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, শিলিগুড়ি পুরনিগম ইস্টার্ন বাইপাস এলাকায় অবৈধ নির্মানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।যেখানে অনেক দোকান ভাঙা হয়েছে।তবে এই রাস্তায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় রয়েছে, কেন তা ভাঙা হল না? পুরনিগম ও পুলিশের এই ধরণের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন  তিনি।পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয় ভেঙে দেওয়ার দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *