অর্থাভাবে বন্ধ অসুস্থ শয্যাশায়ী স্বামীর চিকিৎসা, সাহায্যের আর্জি স্ত্রীয়ের

ফুলবাড়ি, ২৩ নভেম্বরঃ অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে তিন বছর থেকে বাড়িতেই শয্যাশায়ী শফিকুল রহমান।পরিবারের একমাত্র উপার্জনকারী অসুস্থ থাকায় দিনমজুরের কাজ করে কোনভাবে সংসার চালাচ্ছেন তার সহধর্মিনী সাকিনা খাতুন।


শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের মমতাপাড়ার বাসিন্দা শফিকুল। তিন বছর আগে বাইক নিয়ে কাজে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় তার একটি পা সম্পূর্ণ ভেঙে যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ  সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পরেও পা ঠিক না হওয়ায় বর্তমানে অর্থের অভাবে বিনা চিকিৎসায় বিছানায় পড়ে রয়েছেন যুবক। বাড়িতে দুই সন্তান সহ স্ত্রী ও বয়স্ক মা রয়েছে।পরিবারের একমাত্র উপার্জনকারী অসুস্থ থাকায় বাধ্য হয়ে সংসারের হাল ধরতে হয়েছে স্ত্রীকে।এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে অসহায় পরিবারটি।সকলের কাছে সাহায্যের আর্জি জানিয়েছে তার স্ত্রী সহ গোটা পরিবার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO