শিলিগুড়ি, ১৯ মেঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্কলার ছাত্রী ববিতা দত্তের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো এবিভিপি। অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার গ্রেফতারের দাবিতে সরব হন এবিভিপি’র সদস্যরা।
সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ‘ল’ মোড়ে গণস্বাক্ষর গ্রহণ করার পর প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এবিভিপির সদস্যরা।এদিন দোষীর কঠোর শাস্তির দাবি জানান মৃতার ভাই হরে কৃষ্ণ দত্ত।
এই বিষয়ে এবিভিপি রাজ্য সম্পাদক দীপ্ত দে জানান, ববিতা দত্ত আত্মহত্যা করেনি তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।ববিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম পরিষ্কার উল্লেখ করেছে।ববিতার ভাই মাটিগাড়া থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেছে।
এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার দেবাশীষ দত্ত জানান, অত্যন্ত দুঃখজনক ঘটনা।ছাত্রী শিক্ষক অথবা গবেষক অধ্যাপকের সম্পর্ক অত্যন্ত সম্মানীয়।এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়।ঘটনায় সিদ্ধার্থ শঙ্কর লাহাকে তার সমস্ত পদ থেকে স্বেচ্ছায় অব্যহতি দেওয়ার কথা জানানো হয়েছে।