শিলিগুড়ি, ৩ অক্টোবরঃ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ব্যবসায়ীকে খুনের অভিযোগ, দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত থানায় অভিযোগ দায়ের করল মৃতের পরিবার।ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি সংলগ্ন জটিয়াকালি ছটপ্রধান পাড়া এলাকায়।
জানা গিয়েছে, গত ২২ আগস্ট রাত ১০টা নাগাদ দুই ব্যক্তি রাহুল মহম্মদ ও লুৎফর মহম্মদ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ব্যবসায়ী দুলাল হোসেনকে।এরপর ২৩ আগস্ট উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় তাকে।পরবর্তীতে শিলিগুড়ির একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসা চলাকালীন ২ অক্টোবর মৃত্যু হয় ব্যবসায়ীর।
এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুটকি এলাকায় রাস্তার পাশে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল তাকে।নিছক দুর্ঘটনা বলেই জানায় পুলিশ।
তবে দুর্ঘটনা মানতে নারাজ মৃতের পরিবার।মৃতের পরিবারের দাবি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করেছে দুই ব্যক্তি রাহুল মহম্মদ ও লুৎফর মহম্মদ।ইতিমধ্যেই এনজেপি থানায় দুজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার।অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।