ব্যবসা ঘিরে ঝামেলা, হামলা-১ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা

শিলিগুড়ি,১৪ জুলাইঃ ব্যবসা নিয়ে দুপক্ষের ঝামেলা। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল ব্যক্তির। সেই ঘটনায় ১০ বছর পর ব্যক্তির সাজা ঘোষণা করল আদালত। ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিল আদালত।


২০১১ সালের শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া থানা এলাকার ঘটনা।বালু ও পাথরের ব্যবসা করতেন মহম্মদ শেরু।সেই ব্যবসা নিয়েই তাঁর গোলমাল বাঁধে মহম্মদ কালোর সঙ্গে। মহম্মদ কালো পাথর ভাঙার হাতুড়ি, রড দিয়ে হামলা করে শেরুর উপর।মাথায় জখম নিয়ে পরে মাটিগাড়ায় একটি নার্সিংহোমে ভর্তি ছিলেন মহম্মদ শেরু।২০১১ সালের ৩০ এপ্রিল ঘটনায় মাটিগাড়া থানায় একটি অভিযোগ দায়ের হয়।পরবর্তীতে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেন মহম্মদ কালো।এতোদিন জামিনে ছিলেন।১২ জুলাই তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত।

বুধবার শিলিগুড়ি ACJM, 2nd Court এর বিচারক নীলঞ্জনা চ্যাটার্জি ১ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।৫০ হাজার টাকার জরিমানার মধ্যে ২৫ হাজার টাকা অভিযোগকারীর পরিবারকে ও ২৫ হাজার টাকা আদালতে জরিমানা বাবদ দেওয়ার কথা বলা হয়েছে বলে জানান সরকার পক্ষের আইনজীবী দিলীপ রায়। 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *