মা আসছে, কাল্পনিক মন্দিরের আদলে পুজো মন্ডপ বেলাকোবার বাবুপাড়া সার্বজনীন দূর্গাপূজা কমিটির

রাজগঞ্জ, ১৩ অক্টোবরঃ মা আসছে, হাতে মাত্র আর কয়েকদিন বাকি।চারিদিকে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।বেলাকোবার বাবুপাড়া সার্বজনীন দূর্গাপূজা কমিটির পুজোর প্রস্তুতিও চলছে জোরকদমে।


রাজগঞ্জ ব্লকের বেলাকোবার মধ্যে অন্যতম দূর্গা পুজো হল বাবুপাড়ার সার্বজনীন দুর্গাপূজা কমিটির পূজা। স্বাধীনতার আগের  এই পুজো এবছর ৮৪ তম বর্ষে পদার্পণ করছে।১৯৩৯ সালে শুরু হয় বাবুপাড়া দূর্গা পূজা কমিটির পুজো।দীর্ঘ কয়েকবছর ধরে নজরকাড়া মণ্ডপসজ্জা ও আলোকসজ্জা উপহার দিয়ে আসছে এই পুজো কমিটি।এবছরও তাঁর অন্যথা হয়নি।কাল্পনিক মন্দিরের আদলে সেজে উঠছে পুজো মন্ডপ।

পুজো কমিটির সদস্য রাজু দে জানান, পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে।কাল্পনিক মন্দিরের আদলে হচ্ছে মন্ডপ সজ্জার কাজ।হোগলা পাতা, প্লাইউড,বাঁশ দিয়ে তৈরী হচ্ছে মণ্ডপ।এছাড়া থাকছে কুমোরটুলির প্রতিমা ও সুসজ্জিত আলোকসজ্জা।এবছর পূজোর বাজেট প্রায় ৯ লক্ষ টাকা।পুজোর চারদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবছরও বহু মানুষের সমাগম হবে বলে আশাবাদী তারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *