নেই বৃষ্টি, বাদাম চাষে ক্ষতির আশঙ্কায় গজলডোবার তিস্তার চরের চাষীরা

গজলডোবা, ১৯ মেঃ নেই বৃষ্টি, বাদাম চাষে সেভাবে ফলন না হওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন গজলডোবার বাদাম চাষীরা।


রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকার তিস্তার চরের বাসিন্দারা সবজি চাষের উপর নির্ভরশীল। প্রতি মরশুমে কয়েক হাজার হেক্টর জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ হয়।অন্যান্য সব শাকসবজির পাশাপাশি কয়েকশো বিঘা জমিতে চাষ করেন বাদাম।শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহর সহ পার্শ্ববর্তী বাজারের একটা বড় অংশ পূরণ হয় গজলডোবার তিস্তার চরের সবজিতে।এছাড়া ভিনরাজ্যেও পাড়ি দেয় এখানকার সবজি।কিন্তু এবছর সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় বাদামের সেভাবে ফলন না হওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।  

এই বিষয়ে বাদাম চাষীরা জানান, প্রতিবছরের মত এবছর মিলনপল্লী, গজলডোবা তিস্তা চরে বহুচাষী কয়েকশো বিঘা জমিতে বাদাম চাষ করেছেন।প্রায় তিন-চার মাস সময় লাগে বাদাম গাছ থেকে বাদাম তৈরি হতে।এবছর প্রচন্ড গরম আর বৃষ্টি না হওয়ার ফলে বাদামের সেভাবে ফলন আসেনি। মহাজনদের থেকে ঋণ করে বাদাম চাষ করা হয়েছে। এখন বাদাম বিক্রি করে সেই ঋণের টাকা উঠবে কিনা সে নিয়ে চিন্তায় রয়েছেন বাদাম চাষীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO