শিলিগুড়ি,১৯ ডিসেম্বরঃ এ যেন কেঁচো খুঁড়তে কেউটে বের হওয়ার জোগাড়। ট্র্যাফিক আইন ভাঙায় দুই যুবককে ধরতে গিয়েছিল ট্র্যাফিক পুলিশ। কিন্তু শেষে আসল ঘটনা জেনে অবাক হয়ে যান পুলিশ কর্মীরা।
বৃহস্পতিবার সকালে জংশন এলাকায় দুই যুবককে বিনা হেলমেটে বাইক চালাতে দেখেন ট্র্যাফিক পুলিশ কর্মীরা। সেই সময় তাঁদের আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু দুইজন সেখান থেকে পালিয়ে যায়। পরে কমিশনারেটের কাছে দুইজনকে ধরে পুলিশ। সেই সময় বাইক রেখেই দুই যুবক পালিয়ে যায়।
এরপর বাইকের নম্বর খতিয়ে দেখে অবাক হয়ে যায় পুলিশ। নম্বর প্লেট খতিয়ে দেখতে পুলিশ বাইক মালিককে ফোন করে। পরে জানা যায় সেই বাইকটি চুরি হয়ে গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির নিরঞ্জন নগরের বাসিন্দা এক যুবকের বাইক চুরি হয়। সুভাষপল্লী থেকে বাইকটি চুরি হয়। শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করে যুবক। সেই দুই যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।