এক বাঁদরের উৎপাত, কামড়-লুটপাটে অতিষ্ঠ বাসিন্দারা

শিলিগুড়ি, ১৯ আগস্টঃ এক বাঁদরের উৎপাত এলাকা জুড়ে। কামড়ে দিল বৃদ্ধাকে, বাড়ি বাড়িতে ঢুকে লুটপাট করল খাবার। এক বাঁদরের এমন কান্ডে রীতিমতো আতঙ্কিত ও অতিষ্ঠ হয়ে পড়েছেন শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়ার শরৎচন্দ্রপল্লী এলাকার বাসিন্দারা।
বাঁদরের তান্ডবে বন্ধ ওই এলাকার প্রত্যেকটি বাড়ির দরজা জানালা। অতিষ্ঠ এলাকার মানুষ। শুক্রবার এলাকার একটি বাড়িতে ঢুকে এক বৃদ্ধার হাতে কামড় দেয় বাদর।ফলে গুরুতর জখম হন বৃদ্ধা।স্থানীয়দের সহযোগিতায় সেই বৃদ্ধাকে তড়িঘড়ি তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে এলাকায় একটি বাঁদর বিগত এক মাস ধরে এক ব্যক্তির বাড়িতে বন্দী ছিল।এদিন সকালে ছাড়া পেতেই দাপিয়ে বেড়ায় গোটা এলাকা।খাবার না পেয়ে এমন তান্ডব করেছে বলে স্থানীয়দের অনুমান।


এদিকে বাঁদরের তান্ডবে অতিষ্ঠ হয়ে এলাকার বাসিন্দারা খবর দেন সারুগারা বনবিভাগে।খবর পেয়ে এলাকায় পৌঁছায় বনকর্মীরা।বাঁদর ধরার সঠিক পরিকাঠামো না থাকায় এলাকায় এখনও দাপিয়ে বেড়াচ্ছে বাঁদরটি।

স্থানীয়রা বলেন, অবৈধভাবে বাড়ির ভেতরে আটক করে রাখা হয়েছিল বাঁদরটিকে।এই বাঁদরের কারণে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।


অন্যদিকে বাঁদরটিকে যে বাড়িতে আটকে রাখা হয়েছিল তারা জানায়, জঙ্গল থেকে বাঁদরটি চলে আসে।ছোট ছেলে বুঝতে না পেরে সেই বাঁদরটিকে আটকে রেখেছিল।হঠাৎ আজ শিকল ছিড়ে বাঁদরটি পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *