শিলিগুড়ি, ১৬ মার্চঃ সিটি অটোয় বসে অফিস কিংবা কোথাও যাচ্ছেন? আপনার অজান্তেই পাশে বসে থাকা যাত্রী চুরি করে নিতে পারে ব্যাগ ও টাকা।
বুধবার এমন কায়দায় চুরি করতে গিয়ে শেষে ধরা পড়ে গেল দুই মহিলা।ঘটনা এয়ারভিউ মোড় এলাকার।এদিন টুম্পা ঘোষ নামে এক মহিলা কোর্ট মোড় থেকে অটোতে করে দেবিডাঙার দিকে যাচ্ছিলেন।তাঁর পাশে দুই মহিলাও ছিলেন।
এয়ারভিউ মোড়ের কাছে আসতেই টুম্পা দেবী দেখেন তাঁর ব্যাগ নেই।এরপরই তার পাশে বসে থাকা দুই মহিলা লাফ দিয়ে নেমে পালাতে যায়।সেসময় স্থানীয়রা দুই মহিলাকে ধরে ফেলেন।পরে শিলিগুড়ি থানার পুলিশ আসে।তল্লাশি চালিয়ে দুই মহিলার কাছ থেকে চুরি যাওয়া ব্যাগ উদ্ধার হয়।পাশাপাশি আরও বেশকিছু ব্যাগ তাঁদের ব্যাগ পাওয়া গিয়েছে বলে জানা যায়।