আকাশপথে মাদক পাচারের পরিকল্পনা! বাগডোগরা বিমানবন্দরে গ্রেফতার ব্যক্তি   

শিলিগুড়ি, ১৯ ডিসেম্বরঃ সড়কপথ ও রেলপথে মাদক পাচারের পরিকল্পনা ভেস্তে দিচ্ছে পুলিশ।পুলিশের হাত থেকে বাঁচতে তাই নিত্যনতুন পথে মাদক পাচারের চেষ্টা চালাচ্ছে পাচারকারীরা।এবারে পরিকল্পনা ছিল আকাশপথে মাদক পাচারের।তবে পাচারকারীর সেই পরিকল্পনাও ভেস্তে গেল।    


জানা গিয়েছে, রবিবার রাতে অনন্ত গ্রোভার কোচবিহার থেকে বাসে করে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায়।সেখান থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্য ছিল তার।তবে বিমানবন্দরে চেকিং এর সময়ই সিআইএসএফ এর টিম তাঁর ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে।এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় বাগডোগরা থানায়।বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাঁজা সহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, দিল্লিতে গাঁজা পাচারের পরিকল্পনা করেছিল অনন্ত গ্রোভার।ধৃতের কাছ থেকে ২০ কিলোর বেশি গাঁজা উদ্ধার হয়েছে।উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় লক্ষাধিক টাকা।আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *