বাগডোগরা বিমানবন্দর উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক সারলেন সাংসদ

শিলিগুড়ি,৫ জানুয়ারিঃ বাগডোগরা বিমানবন্দর উপদেষ্টা কমিটির সদস্যদের নিয়ে বৈঠক সারলেন কমিটির চেয়ারম্যান তথা দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।যদিও বৃহস্পতিবার আয়োজিত এই বৈঠকে রাজ্যের কোনো প্রতিনিধি না থাকায় উষ্মা প্রকাশ করেন সাংসদ।


সাংসদ বলেন, বিমানবন্দর সকলের জন্য।যে কারণে বিমানবন্দর উপদেষ্টা কমিটির বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে জেলাশাসক অথবা পুলিশ কমিশনারের উপস্থিতি প্রয়োজন ছিল।এই বৈঠকে রাজ্যের তরফে কোনও প্রতিনিধি উপস্থিত থাকলে আরও ভালোভাবে বিষয়গুলি আলোচনা করা যেত।

তিনি আরও বলেন, ১০৪ একর জমিতে বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্নিমাল হচ্ছে।রাজ্য সরকারের থেকে জমি দেওয়া হয়েছে।আগামী ৩৫ বছর পর্যন্ত নতুন টার্মিনালে কোনো কাজ করতে হবে না।এক লক্ষ মিটার এলাকা জুড়ে এই টার্মিনাল হচ্ছে।১০টি অ্যারো ব্রিজ হবে।ফলে আগামীতে সকাল থেকে রাত পর্যন্ত বিমান ওঠানামা করবে।কুয়াশায় সমস্যা হলেও আইএল‌এস পরিষেবাও দ্রুত কাজ করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *