বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের তরফে বিহার মোড়ে পানীয় জলের প্রকল্পের উদ্বোধন  

শিলিগুড়ি, ৩০ অক্টোবরঃ পথচারী ও সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা মেটাতে উদ্যোগী হল লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েত।গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে বাগডোগরা বিহার মোড়ে ফ্লাইওভারের নীচে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের জমিতে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হল পানীয় জলের প্রকল্প।


বুধবার প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি আনন্দ ঘোষ। উপস্থিত ছিলেন লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ, স্থানীয় পঞ্চায়েত সোনা ঘোষ সহ অন্যান্যরা।

এদিন প্রকল্পের উদ্বোধন করে সভাপতি আনন্দ ঘোষ জানান, বিহার মোড়ে দূর দুরান্তের মানুষ বাসের জন্য অপেক্ষা করেন।সেই কথা মাথায় রেখেই এই প্রকল্প।শীতকালে গরম জল পাওয়া যাবে তেমনি গরমকালে শীতল জল পাওয়া যাবে।


অন্যদিকে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, ৩ লক্ষ টাকা ব্যয়ে গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে এই প্রকল্প তৈরি করা হয়েছে‌।এরফলে মানুষের অনেক সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş