BAGHAJATIN PARK শর্টে কেন BJP? ‘এলার্জি’থাকায় নাম বদলের আবেদন গৌতম দেবের

শিলিগুড়ি, ১২ নভেম্বরঃ শিলিগুড়ির নতুন প্রজন্মের কাছে বাঘাযতীন পার্ক খুবই পরিচিত।সন্ধ্যে হলেই বাঘাযতীন পার্কের সামনে আড্ডা, খাওয়া-দাওয়া করতে অনেকেই যান।


আর বাঘাযতীন পার্ককে অনেকেই শর্ট ফর্মে ‘BJP’ বলে থাকেন।আর সেই মুখে মুখে থাকা শর্ট ফর্মের নামকে বদলানোর কথা বললেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব।

শুক্রবার কলেজপাড়ার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যান তিনি।সেখানেই বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে বাঘাযতীন পার্ক প্রসঙ্গে জানান, বাঘাযতীন পার্ককে নতুন করে সাজানো হয়েছে।কিন্তু নতুন প্রজন্ম এই পার্ককে বিজেপি বলে। পরে জানলাম এই বিজেপি মানে ভারতীয় জনতা পার্টি নয়, বাঘাযতীন পার্ক।বিজেপি নামে আমার এলার্জি আছে।তাই এখানে যারা আছে তাদের বলবো নতুন নাম দিতে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *