বাঘাযতীন পার্কে বড় স্ক্রিনে দেখানো হবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল, প্রস্তুতি দেখতে মাঠে মেয়র

শিলিগুড়ি, ১৮ নভেম্বরঃ রবিবার শিলিগুড়ি টাইমসের উদ্যোগে ও শিলিগুড়ি পুরনিগমের সহযোগীতায় বাঘাযতীন পার্কে বড় স্ক্রিনে দেখানো হবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল।


প্রস্তুতি দেখতে শনিবার বাঘাযতীন পার্ক পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। পুরনিগমের আধিকারিকদের পাশাপাশি পুলিশের আধিকারিকেরাও ছিলেন।

রবিবার বাঘাযতীন পার্কে স্ক্রিনে খেলা দেখতে প্রচুর মানুষ আসবেন।যানজট এড়াতে মাঠের সামনে বাইক, গাড়ি পার্কিং করা যাবেনা। শিলিগুড়ি কলেজ মাঠে গাড়ি, বাইক পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।পাশাপাশি মাঠের সমস্ত গেটে পুলিশ কর্মীরা থাকবেন বলেই জানান মেয়র গৌতম দেব।


দর্শকদের সুবিধার জন্য ফাইনালে স্ক্রিনের উচ্চতাও বাড়ানো হচ্ছে।পাশাপাশি বাঘাযতীন পার্ককেও সাজিয়ে তোলা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARScasibomcasibom girişCasibom Bonuscasibom mobil girişhttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahiscasibom resmi giriş