বাঘাযতীন পার্কের সামনে অস্থায়ী দোকানগুলিকে বসতে না দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান

শিলিগুড়ি,১৭ আগস্টঃ শিলিগুড়ির প্রাণকেন্দ্র বাঘাযতীন পার্ক।তবে বর্তমানে অসামাজিক কাজকর্মের আখড়ায় পরিণত হয়েছে পার্ক সংলগ্ন এলাকা।স্থানীয়দের অভিযোগ, রাত বাড়তেই সেখানে অসামাজিক কাজকর্ম চলে।এলাকার দোকানগুলিতে মেলে নেশার সামগ্রী।বাঁধা দিতে গেলেই তাদের হেনস্থার শিকার হয় বলে অভিযোগ।তাই বাঘাযতীন পার্কের সামনে যাতে আর অস্থায়ী দোকানগুলিকে বসতে না দেওয়া হয় এই দাবিতে বুধবার পুরনিগমের ডেপুটি মেয়র,চেয়ারম্যান ও কমিশনারকে একটি স্মারকলিপি তুলে দিলেন ১৭ এবং ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।


এই বিষয়ে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, এটা দীর্ঘদিনের সমস্যা।সমাজ গঠনের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে।শিলিগুড়ি একটা বাণিজ্যিক শহর।এখানে মানুষ আসবে।পর্যটক আসবে।বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *