‘আলোর উৎসবে বাজি পোড়ানো থেকে বিরত থাকুন’-আবেদন কোভিড কেয়ার নেটওয়ার্কের

শিলিগুড়ি,৬ নভেম্বরঃ সরকারি নির্দেশ মেনে এবারে দীপাবলী হোক আলোরই উৎসব, বন্ধ থাকুক আতসবাজি। এদিন এক সাংবাদিক বৈঠকে শহরবাসীর কাছে এমনটাই আবেদন রাখল কোভিড কেয়ার নেটওয়ার্ক।


ডাঃ কল্যান খান জানান, এইমূহুর্তে প্রতিটি পাড়াই হাসপাতালে পরিণত হয়েছে, আর হাসপাতালের সামনে বাজি পোড়ানো নিষিদ্ধ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এর ফলে ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে, যা এইমূহুর্তে ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করতে পারে। এছাড়াও কোভিড জয়ীদের নিয়ে শনিবার বাঘাযতীন পার্কে একটি মিলিত সম্মেলনের আয়োজন করেছে কোভিড কেয়ার নেটওয়ার্ক ও শিলিগুড়ি ফাইট করোনা। দলমত নির্বিশেষে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, তৃণমূল নেতা রঞ্জন সরকার, পুলিশ কমিশনার সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়াও তারা আবেদন রাখছেন সকল কোভিড জয়ীরা যাতে শনিবারের এই অনুষ্ঠানে অংশগ্রহন করে সাধারণ মানুষের মধ্যে সচেতন বার্তা পৌঁছে দেয়।

এছাড়াও বর্তমান পরিস্থিতিতে দেখা দিচ্ছে রক্তসংকট, তাই আগামী ১০ নভেম্বর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে একটি রক্তদান শিবির আয়োজিত করা হয়েছে। ওই শিবিরে পুলিশ, চিকিৎসক সহ সমাজের সকল স্তরের মানুষদের রক্তদান করার আহ্বান জানান তারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *