শিলিগুড়ি, ৮ সেপ্টেম্বরঃ সরকারি নির্দেশিকা অমান্য করে অবৈধভাবে চলছে বালি পাথর তোলার কাজ।তৎপর হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাতে প্রকাশনগর এলাকায় অভিযান চালিয়ে বালি বোঝাই তিনটি ট্রাক আটক করে ভক্তিনগর থানার পুলিশ।ঘটনায় গ্রেফতার ৩ চালক।ধৃতদের নাম মনোজ কুমার সাহানী, রাজু সাহানী এবং নরেন রায়।
জানা গিয়েছে, বর্ষার সময় তিন মাসের জন্য নদী থেকে বালি পাথর তোলা নিষিদ্ধ করা হয়।এরপরও কিছু মানুষ সরকারি নির্দেশিকা অমান্য করে রাতের অন্ধকারে নদী থেকে বালি পাথর তুলছে।এই খবর পেয়েই ভক্তিনগর থানার পুলিশ গতকাল রাতে প্রকাশ নগর এলাকায় অভিযান চালিয়ে বালি বোঝাই তিনটি ট্রাক আটক করে।ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়।
আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।