খড়িবাড়ি,১ মার্চঃ বালি ভর্তি ডাম্পার উল্টে ক্ষতিগ্রস্ত হল স্কুলের সীমানা প্রাচীর। বুধবার সাতসকালে ঘটনায় খড়িবাড়ির বেলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে যায়। ডাম্পারটি ওদলাবাড়ি থেকে বিহার যাচ্ছিল। ঘটনার পর থেকে পলাতক চালক।ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, রাত থেকে ভোর পর্যন্ত অনবরত ডাম্পার চলাচল করায় কেঁপে ওঠে রাস্তার পাশে থাকা ঘরবাড়ি।দ্রুতগতিতে ডাম্পার চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এবিষয়ে খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিনহা জানান, প্রশাসনের উচিত বিষয়টির ওপর নজর দেওয়া। এই ডাম্পার যাতায়াতের ফলে রাস্তার অবস্থাও সংকটজনক হয়ে উঠেছে।