শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে বাম-কংগ্রেস জোটে জট!

শিলিগুড়িঃ জোট নিয়ে কার্যত ধোয়াশা। শিলিগুড়ি পুরনিগম ভোটে বাম ও কংগ্রেস কী এককভাবে লড়তে চলেছে? তেমনই জল্পনা। কারণ কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই তা স্পষ্ট হচ্ছে। দেখা যাচ্ছে একাধিক ওয়ার্ডের বামফ্রন্টের পাশাপাশি কংগ্রেসও প্রার্থী দিয়েছে। দুই দলের নেতৃত্বের দাবি আসন সমঝোতা নিয়ে আলোচনা হলেও তা ফলপ্রসু হয়নি।
বামফ্রন্ট ৪২ টি ওয়ার্ডের তাঁদের প্রার্থী ঘোষণা করে। বৃহস্পতিবার কংগ্রেসের তরফে ১৫ টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয়। দেখা যায় ১২টি ওয়ার্ডে বামেদের পাশাপাশি কংগ্রেসও প্রার্থী দিয়েছে। ৩,৫,১২,১৪,১৫,২২,২৬,৩৩,৩৯,৪০,৪১,৪২ এই ওয়ার্ডগুলিতে বামেদের পাশাপাশি কংগ্রেসও প্রার্থী দিয়েছে। তবে জোট প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতির বক্তব্য, জোট নিয়ে আলোচনা হচ্ছে। তবে কোনও দল নিজেদের অস্তিত্ব ছেড়ে জোটে এগোবে না। এখনও ৬ জানুয়ারি অবধি সময় রয়েছে।
অন্যদিকে অশোক ভট্টাচার্য বলেন, দুটি আলোচনা হয়েছে। আলোচনা এখনও ফলপ্রসু হয়নি। তবে ফের আলোচনায় বসা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *