শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি দিতে গিয়ে বাঁধা! রাস্তায় বসে আন্দোলনে সামিল বাম মহিলা ও যুব সংগঠন

শিলিগুড়ি, ৭ মেঃ পানীয় জল সহ একাধিক দাবিতে শিলিগুড়ি পুরনিগমে স্মারকলিপি দিতে গিয়ে বাঁধার মুখে পড়লেন আন্দোলনকারীরা।যার জেরে রাস্তায় বসে আন্দোলনে সামিল হলেন দার্জিলিং জেলা বাম মহিলা ও যুব সংগঠন।


মঙ্গলবার পুরনিগমের মেয়র পারিষদ কমল আগরওয়াল এর পদত্যাগ, পানীয় জল, মাতৃসদনে চিকিৎসক নিয়োগ সহ একাধিক দাবীতে আন্দোলনে সরব হয় দার্জিলিং জেলা বাম মহিলা ও যুব সংগঠন।এদিন মিছিল করে পুরনিগমে প্রবেশ করতে গেলেই গেট আটকে দেওয়া হয়।আন্দোলনকারীদের বাঁধা দেয় পুলিশ।ফলে পথ অবরোধ সামিল হন সংগঠনের সদস্যরা।এই অবরোধের জেরে সমস্যায় পড়তে হয় স্কুল বাসে থাকা খুদে পড়ুয়াদের।পরে পড়ুয়াদের কথা চিন্তা করে আন্দোলন থেকে বিরত হন সংগঠনের সদস্যরা।পরবর্তীতে পুরনিগমের গেটে স্মারকলিপি লাগিয়ে দেন তারা।

এদিন বাম মহিলা সংগঠনের পক্ষ থেকে মধুমিতা দে ও যুব সংগঠনের যুগ্ম সম্পাদক শুভদেব ভট্টাচার্য  জানান, আমরা দাবী জানাতে এসেছিলাম।কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে।আগামীতে যদি পুরনিগমের গেট বন্ধ করা হয় তাহলে গেট ভেঙে ভেতরে প্রবেশ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *