বিজেপি শক্তিকে খর্ব করতে অন্যান্য বামপন্থী দলকে সমর্থনের আশ্বাস সিপিআইএমএল এর

শিলিগুড়ি, ৮ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে রাজ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে এগিয়ে বিজেপি।আর সেই বিজেপি শক্তিকে খর্ব করতেই ঐক্যবদ্ধ হয়েছে বাম-কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল।


এদিকে বিজেপি শক্তিকে খর্ব করতে অন্যান্য বামপন্থী দলকে সমর্থনের আশ্বাস সিপিআইএমএল এর।সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সিপিআইএমএল এর রাজ্য কমিটির সদস্য বাসুদেব বসু।

বাসুদেব বসু বলেন, বিজেপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এবারের বিধানসভা নির্বাচনে নিজেদের আসন কমিয়ে শুধুমাত্র ১২টি আসনে লড়াই করার সিদ্ধান্ত গ্রহন করেছে সিপিআইএমএল।বিগত বিধানসভা নির্বাচনে ৩১ টি আসনে তাদের দল লড়াই করলেও এবারে আসন সংখ্যা কমিয়েছে তারা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis YeniBets10 Giriş