রাজগঞ্জ, ১৩ ডিসেম্বরঃ ১১১ বছরে বৃদ্ধার মৃত্যু।ব্যান্ড পার্টি বাজিয়ে শেষকৃত্য সম্পন্ন করলেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার এমনই দৃশ্য দেখা গেল রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামে।
রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকার বৃদ্ধা নৃপুতি রায় ১১১ বছর বয়সে মারা গিয়েছেন।বৃদ্ধার পরিবারে ছেলে ও নাতিপুতি সহ প্রায় ৫০ জন সদস্য রয়েছেন।বৃদ্ধা মারা যাওয়ায় তাই শোক নয় আনন্দের সঙ্গে তাকে বিদায় জানানোর আয়োজন করেন পরিবারের সদস্যরা।ব্যান্ড পার্টির তালে নাচতে নাচতে বৃদ্ধার মৃতদেহ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়।শ্মশান যাত্রায় সামিল এলাকাবাসীরাও।
বৃদ্ধার ছেলে তপন রায় বলেন, বার্ধক্যজনিত কারণে মা মারা গিয়েছেন।মৃত্যুর আগ পর্যন্ত পরিবারের সকলের সঙ্গে হাসিখুশিভাবে কাটিয়েছেন।তাই আনন্দের সঙ্গে মায়ের মৃতদেহ শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়।প্রতিবেশীদের অনেকেই শেষযাত্রায় অংশগ্রহণ করেন।
পরিবারের এক আত্মীয় মানিক রায় জানান, সুস্থভাবে শতাধিক বছর বেঁচে থাকার পর মারা যাওয়ায় পরিবারের সদস্যদের কোনও আফসোস নেই।তাই আনন্দের সঙ্গেই সৎকারের আয়োজন করা হয়।