তুষের আড়ালে কাঠ পাচারের চেষ্টা, বনদপ্তরের অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকার কাঠ

শিলিগুড়ি, ১৪ মেঃ তুষের আড়ালে কাঠ পাচারের চেষ্টা, লক্ষাধিক টাকার কাঠ উদ্ধার করল বনবিভাগ।ঘটনায় গ্রেফতার ৩ জন।


জানা গিয়েছে, শুক্তবার গভীর রাতে একটি কাঠ বোঝাই পিকআপ ভ্যান বৈকন্ঠপুর থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল।যাওয়ার পথে নাকাচেকিং এর সময় পিকআপ ভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এরপর বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত ও বন বিভাগের কর্মীরা পিছু ধাওয়া করলে পিকআপ ভ্যানটি মাটিগাড়ার সিসাবাড়ি সরস্বতীমোড়ে উল্টে যায়।গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ কাঠ।তুষের বস্তার আড়ালে কাঠগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালক সহ ৩ জনকে।

গোটা ঘটনার তদন্তে বনদপ্তর।  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *