এনজেপির গুরুত্ব কমিয়ে ‘বন্দে ভারত’ পরিচালনার দায়িত্বে আলিপুরদুয়ার, আন্দোলনে সরব এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন

শিলিগুড়ি, ১৮ মেঃ কাঠিহার ডিভিশন রক্ষনাবেক্ষন করলেও বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনার দায়িত্ব পেয়েছে আলিপুরদুয়ার ডিভিশন।রেলের এমন সিদ্ধান্তের বিরোধিতায় আন্দোলনে সরব হল এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের এনজেপি শাখা।


জানা গিয়েছে, অবিলম্বে এনজেপি থেকে গোয়াহাটিগামী বন্দে ভারতের পরিচালনার দায়িত্ব আলিপুরদুয়ার থেকে সরিয়ে এনজেপির দায়িত্বে দেওয়া হোক।এমন দাবি নিয়ে বৃহস্পতিবার রেলের এডিআরএম অফিসে ধর্না ও বিক্ষোভে বসলেন এনএফ রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়নের এনজেপি শাখার সদস্যরা।

সংগঠনের সম্পাদক ভাস্কর তর জানান,এনজেপি স্টেশনের গুরুত্ব কমানোর লক্ষ্যই রেল দপ্তর আলিপুরদুয়ারকে বন্দে ভারতের পরিচালনার দায়িত্ব দিয়েছে।যা তাদের সংগঠন কোনভাবেই মেনে নেবে না।যেখানে রক্ষনাবেক্ষন করবে এনজেপি, সেখানে কিভাবে পরিচালনার দায়িত্ব আলিপুরদুয়ার পায়।অবিলম্বে যদি তাদের দাবির প্রতি রেল দৃষ্টিপাত না করে তাহলে আমরন অনশনে যাওয়ার হুমকি দেন তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *