১১-২৫ এপ্রিল বন্ধ বাগডোগরা বিমানবন্দর, সিদ্ধান্ত বদলের দাবি তুলছে পর্যটন মহল

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ আগামী ১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে বাগডোগরা বিমানবন্দর। তা নিয়ে এর আগেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।আর এই বিজ্ঞপ্তির পর ক্ষোভপ্রকাশ করে আসছে বিভিন্ন মহল।


এপ্রিলে পর্যটনের মরশুমেই কেন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি বন্ধ রাখা হচ্ছে সেই প্রশ্ন তুলছে পর্যটন মহল।রানওয়ের কাজের জন্য বন্ধ রাখা হচ্ছে বিমানবন্দর।প্রায় ১৫ দিন বিমানবন্দর বন্ধ থাকলে ক্ষতির মুখে পড়তে হবে বলে জানাচ্ছেন সকলে।যেকারণে দিন বদলের কথা জানিয়ে ও বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত পুর্নবিবেচনা করার জন্য কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে হিমালয়ান হসপিট্যালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক।

সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, এপ্রিল, মে মাস পর্যটনের মরশুম।তাছাড়া বাগডোগরা বিমানবন্দরের ওপর উত্তরবঙ্গ ছাড়াও সিকিম, বিহারের প্রচুর মানুষ নির্ভরশীল।আমাদের প্রশ্ন এপ্রিলই কেন? আগেও বিমানবন্দর বন্ধ রেখে কাজ করা যেত।যেকারণে ফের বিষয়টি পুর্নবিবেচনা করার জন্য চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রকে।রাজ্য সরকারের নজরেও বিষয়টি আনা হয়েছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *