মণিপুরে ধসে মৃত পাহাড় ও সমতলের ১১ জন সেনা জওয়ানকে শেষশ্রদ্ধা শিলিগুড়ির ব্যাঙডুবিতে    

শিলিগুড়ি, ২ জুলাইঃ মণিপুরে ভয়াবহ ধসে টেরিটোরিয়াল আর্মির ১৮ জন জওয়ানের মৃত্যুর খবর সামনে এসেছে।ইতিমধ্যেই দেহ উদ্ধার করা হয়েছে ১৩ জন জওয়ানের।নিখোঁজ আরও অনেকে।


গত বুধবার রাতে ননি জেলার টুপুল ইয়ার্ড রেলওয়ে কনস্ট্রাকশন ক্যাম্পের কাছে এই ভয়াবহ ধস নামে।এই মর্মান্তিক ঘটনায় টেরিটোরিয়াল আর্মির ১৮ জন জওয়ানের মৃত্যু হয়।মৃতদের মধ্যে ১১ জন পাহাড় ও সমতলের জওয়ান রয়েছে।আজ ১১ জন জওয়ানের মরদেহ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছায়।সেখান থেকে জওয়ানদের দেহ ব্যাঙডুবি সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়।

সেনা ছাউনিতে বরিষ্ট সেনা আধিকারিক সহ পাহাড় ও সমতলের রাজনৈতিক দলের নেতা অনিত থাপা, বিপি বাজগাইন, নীরজ জিম্বা, বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক আনন্দময় বর্মন, জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানান।


এরপর জওয়ানদের মরদেহ তাদের পৈত্রিক বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়।সেখানে যথাযথ সম্মানের সঙ্গে জওয়ানদের শেষকৃত্য সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *