শিলিগুড়ি, ৬ সেপ্টেম্বরঃ শিক্ষক দিবসের সমস্ত সরকারি অনুষ্ঠান বর্জন করে প্রতিবাদে সরব হল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।
জানা গিয়েছে, ২০২০ জাতীয় শিক্ষানীতি বাতিল, ছাত্র কমে যাওয়ার অজুহাতে ৮,২০৭ টি স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্ত, শ্রেণী ভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের দাবি ও শিক্ষকদের প্রতি অশালীন আচরণ বন্ধ করা সহ একাধিক দাবিতে এদিন বাঘাযতীন পার্কের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয় বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি।এদিনের অবস্থান-বিক্ষোভের মধ্য দিয়ে তাদের দাবী দাওয়া তুলে ধরেন সংগঠনের সদস্যরা।