খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তে মাদক সহ গ্রেফতার যুবক

খড়িবাড়ি, ২৪ মার্চঃ খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্তে মাদক সহ গ্রেফতার ১ যুবক।ধৃত যুবকের নাম সুশান্ত দাস(৩৩)। ধৃত খড়িবাড়ির কেসরডোবার বাসিন্দা।


জানা গিয়েছে, শনিবার গভীর রাতে খড়িবাড়ির বাংলা- বিহার  সীমান্তের ভাতগাঁওয়ে এস‌এসবির ৪১ ব্যাটেলিয়ানের জ‌ওয়ানরা  এক যুবককে সন্দেহের ভিত্তিতে আটক করে তল্লাশি নেয়।তার কাছ থেকে উদ্ধার হয় ৯০ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল ফোন।

পরে ধৃতকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomcasibomjojobet girişHOLİGANBETjojobetCasibomcasibomholiganbet girişCasibomholiganbet girişcasibom girişCasibomjojobetcasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanjojobet girişCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelcasibom girişCasibom