ঢাকায় আয়োজিত বঙ্গমৈত্রী আন্তর্জাতিক যোগা কাপ প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী হলেন শিলিগুড়ির চন্দ্রা মল্লিক

শিলিগুড়ি, ৯ মেঃ বাংলাদেশের ঢাকাতে আয়োজিত দ্বিতীয় বঙ্গমৈত্রী আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যোগা কাপ প্রতিযোগিতায় স্বর্ণপদক পেয়ে শিলিগুড়ির নাম উজ্জ্বল করলো চন্দ্রা মল্লিক।মঙ্গলবার বাংলাদেশ থেকে শিলিগুড়িতে তাঁর বাড়িতে ফেরেন চন্দ্রা।পুরনিগমের ৩০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দেশবন্ধু পাড়ায় তাঁর বাড়ি।বাড়িতে পৌছতেই তাকে সংবর্ধনা জানান পরিবারের সদস্যরা।  


জানা গিয়েছে, চলতি মাসের ৫ ও ৬মে বাংলাদেশের ঢাকাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দ্বিতীয় বঙ্গমৈত্রী আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যোগা কাপ অনুষ্ঠিত হয়।এই যোগা প্রতিযোগিতায় ভারত বাংলাদেশ মিলিয়ে মোট ৪৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।যার মধ্যে ভারত থেকে ১৫০জন অংশ নেন।প্রতিযোগিতায় চারটি বিভাগে খেলা হয়।শিলিগুড়ি থেকে সাতজন অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।যার মধ্যে স্বর্ণপদক জয়ী হয়ে শিলিগুড়ির নাম উজ্জ্বল করেন চন্দ্রা মল্লিক এবং জুয়েল রায়।

এদিন স্বর্ণপদক জয়ী চন্দ্রা মল্লিক বলেন, যথেষ্ট কঠিন ছিল।পরিবার এবং যোগা শিক্ষকদের তরফে যথেষ্ট সহযোগিতা পেয়েছি।শরীর, স্বাস্থ্য ও মন ভালো রাখতে যোগা করার বার্তা দেন তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *