বনদপ্তরের জমিতে অবৈধ নির্মাণ, জমি দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান  

শিলিগুড়ি, ২৩ মেঃ শিলিগুড়ি সংলগ্ন ছোট ফাপরি,খুদিরামপল্লী সহ আরও একাধিক জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বনদপ্তরের জমিতে চায়ের দোকান, সবজির চাষ এবং বাগান করে চলছিল জমি দখলের চেষ্টা।আজ উচ্ছেদ অভিযান চালালো বনদপ্তর।   


জানা গিয়েছে, সোমবার বৈকন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম বনদপ্তরের পক্ষ থেকে বিশাল বাহিনী নিয়ে গিয়ে সেই সমস্ত এলাকায় উচ্ছেদ অভিযান চলানো হয়।জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ নির্মাণ।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জমি মাফিয়া এবং অবৈধভাবে জমি দখল কারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।তারই পরিপ্রেক্ষিতে আজ এই অভিযান চালানো হল।


এদিন বৈকন্ঠপুর বিভাগের ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামা প্রসাদ চাকলাদার জানান, ফরেস্টের জমি অন্যের হাতে চলে যাক সেটা আমরা কখনো চাইবো না।সমস্ত জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *